রাস্পবেরী পাই

আজকে আপনাদের সাথে আলোচনা করব রাস্পবেরি পাই নিয়ে।

Imran Hasan
Nov 2, 2020

রাস্পবেরী পাই কীঃ

রাস্পবেরী পাই হচ্ছে ক্রেডিট কার্ড আকৃতির সিঙ্গেল বোর্ড কম্পিউটার। যুক্তরাষ্ট্রের রাস্পবেরি পাই ফাউন্ডেশন কর্তৃক এই মিনি কম্পিউটারটি মূলত তৈরি করা হয় স্কুলের বাচ্চাদের বেসিক কম্পিউটার বিজ্ঞানের সাথে পরিচিত করার জন্য। ক্রেডিট কার্ড সাইজের এই কম্পিউটারকে মনিটর , মাউস এবং কি-বোর্ডের সাথে সহজেই যুক্ত করে কাজ করা যায়।

আপনি এটির মাধ্যমে কম্পিউটারের ছোট খাটো অনেক কাজই করতে পারবেন।রাস্পবেরি পাই একটি সাধারণ ডেস্কটপ কম্পিউটারের মতোই, এটি দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা ছাড়াও গেম খেলা, ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি কাজ করা যায়।

আর প্রোগ্রামিং শেখার জন্যও এটি বেশ ভালো, কারণ পাইথন, সি, জাভাস্কিপ্ট, ইত্যাদি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রামিং করা যায়। এটির দাম ও তুলনামূলক ভাবে কম হওয়ায় যাদের টাকার সমস্যা পিসি কিনতে পারছেন না। তারা এটি ব্যবহার করতে পারেন।

--

--

Imran Hasan
Imran Hasan

Written by Imran Hasan

DevOps Engineer - Building, Deploying and Scaling Software Solutions.

No responses yet